Server sync... Block time in database: 1615391772, server time: 1664401650, offset: 49009878

Steem Bangladesh Contest || Gardening || 22nd February 2022 Eng.


হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি, আজকে আমি স্টিম বাংলাদেশ আয়োজিত গার্ডেনিং কনটেস্ট এ অংশগ্রহণ করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।গার্ডেনিং20220221_165712.jpg

গোলাপ জামের ফুটন্ত ফুল

বন্ধুরা শুরুতে আমি বাগান নিয়ে কিছু কথা বলতে চাই বাগান মূলত গাছ নিয়ে তৈরি হয় সেটা যেকোন গাছ হতে পারে। আমরা অনেকই গাছ লাগাতে পছন্দ করি।আমিও তাই গাছ লাগানো আমার শখ।আমরা ফুল, ফল, পাতা বাহার ইত্যাদি গাছ লাগিয়ে বাগান তৈরি করতে পারি।আমি আমার ফলের বাগানের তথ্য এই পোস্ট এর মাধ্যমে তুলে ধরলাম।

20220221_163750.jpg

আমের মুকুল

20220221_163851.jpg

ডালিম গাছ

শুরুতে আমি আমার আম গাছ নিয়ে লিখলাম,আমার বাড়িতে ৭ টি আম গাছ রয়েছে প্রায় সবগুলো গাছে মুকুল চলে এসেছে। এই ৭ টি গাছের মধ্যে দুটি হাঁড়ি ভাঙা একটি বারি ৪ একটি আম্রপালি একটি গোপালভোগ এবং দুটি গুটি আম।এই গাছগুলোর আমি সময় মত সেচ সার কীটনাশক দিয়ে দেই। আশা করি আমি আমের ভাল ফলন পাব।

20220221_165347.jpg

লিচু বাগান

এছাড়া আমার বাড়িতে দুটি ডালিম গাছ রয়েছে এগুলোর মধ্যে একটি বড় ও একটি মাঝারি এগুলোর জাতের নাম হল আনার।বছরে দুবার ফল দেয় এই জাতটি ফলের আকার বড় ও খেতে ভলো।

20220221_164011.jpg

মাল্টা গাছ

20220221_163940.jpg

বল সুন্দরী কুল

আমার একটি বল সুন্দরী কুল ও একটি মাল্টা গাছ আছে বাসায়।কুল গাছটিতে কুল ধরেছে এই জাতটি বেশ উন্নত কুলগুলো অনেক বড় হয়,আমার মাল্টা গাছে ফুল এসেছে আশা করি ভালো মাল্টা হবে এই মাল্টা গাছটি হল বারি ১ জাতের এই জাতের একটি ভালো দিক হল এটি কাচাতেই মিষ্টি।

20220221_163907.jpg

লেবু চারা

এবার আমার লিচু বাগানে কিছু তথ্য জানালাম,আমার লিচু বাগানে ২৫ টি লিচু গাছ রয়েছে, এবছর প্রায় সবগুলো গাছে মুকুল চলে এসেছে। আমার চারটি জাতের লিচু গাছ রয়েছে এগুলো হল বেদানা,বোম্বাই, মাদ্রাজি,চায়না ৩।সবগুলো জাতের লিচুই অনেক সুস্বাদু।

20220221_164931.jpg

চায়না ৩ লিচু

20220221_165235.jpg

চায়না ৩ লিচু

বেদানা ও চায়না ৩ জাতের লিচুর মুকুল বের হয়ে গেছে। সবগুলো জাতের মধ্যে বেদানা ও মাদ্রাজি এগুলো আগে পেকে যায়।

20220221_165446.jpg

বেদানা লিচুর মুকুল

20220221_165506.jpg

বোম্বাই লিচুর গুচ্ছ মুকুল

আমার চায়না ৩ লিচু গাছের সাথে মরিচ গাছ লাগানো আছে, গাছ গুলো এখনও ছোট আছে।এই মরিচের জাত হল কাজলি মরিচ এগুলো প্রচুর ঝাল হয়।আমি গাছগুলোতে নিয়মিত সেচ দেই।আশা করি আমি মরিচের ভালো ফলন পাব।

20220221_164820.jpg

মরিচ চারা

20220221_164803.jpg

লেবু গাছ

এছাড়া আমার বাগানে অন্যান্য বিভিন্ন রকমের ফলের গাছ আছে।এগুলো হল গোলাপ জাম,তেতুল,কামরাঙ্গা,করমচা,জাম্বুরা,শরিফা,মাল্টা,জাম,আমলকি,বেল,ডেউয়া,আনারস, চালতা,লেবু।

20220221_165820.jpg

গোলাপ জাম

ফলের গাছ ছাড়াও কাঠের গাছ আছে আমার বাগানে এই গাছগুলো আমি আমার বাগানের পাশ দিয়ে লাগিয়ে দিয়েছি।আমার মেহগুনি গাছ রয়েছে ৩৬ টি এবং আকাশমনি রয়েছে ২০টি।

20220221_164955.jpg

পেঁপে গাছ

20220221_170220.jpg

সজিনা ফুল

আমি আমার বাগানের বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরেছি,আশা করি আপনাদের ভালো লেগেছে।সবশেষে আমি @avibauza@maulidar কে এই কনটেস্ট এ অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

ধন্যবাদ সবাইকে


Comments 5